বগুড়ায় মোহাম্মদ নাসিম

পাপের কারণেই বিএনপি এক যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে আছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ মার্চ ২০২০ ১৩:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯০ বার।

বিএনপি তাদের পাপের কারণে এক যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার বিকেলে বগুড়ায় আওয়ামী লীগের প্রয়াত সাংসদ আব্দুল মান্নানের স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি বলেন, ‘পৃথিবীর এমন কোন দেশ নেই যারা জাতির জনককে অশ্রদ্ধা করে। কিন্তু বিএনপি বঙ্গবন্ধুকে সম্মান করে না। বরং পনেরই আগস্ট তাঁর শাহাদত বার্ষিকীর দিনে খালেদা জিয়া কেক কেটে উৎসব করেছেন। গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেনÑএসব পাপের কারণেই একু যুগেরও বেশি সময় বিএনপি আজ ক্ষমতার বাইরে।’
বিএনপি নেতৃবৃন্দকে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে যোগদানের আহবান জানিয়ে সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এদেশের মানুষ স্বাধীন হয়েছে। তাঁর মত মহান নেতার জন্মশত বার্ষিকী উদযাপনের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি নেতা-কর্মীদের বলবো অনেক পাপ করেছেন। যদি অপরাধ ও গøানিবোধ থাকে তাহলে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে অংশগ্রহণ করুন। এতে আপনারা ছোট হবেন না।’
বগুড়া শহরের শহীদ খোকন পার্কে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, শাখাওয়াত হোসেন শফিক, রাজশাহী থেকে নির্বাচিত সাংসদ আইন উদ্দিন, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা.মকুবল হোসেন ও প্রয়াত সাংসদ আব্দুল মান্নানের স্ত্রী সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান। সভাটি সঞ্চালনা করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। স্মরণ সভায় মোহাম্মদ নাসিমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য বগুড়া-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত আব্দুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নানের জন্য নৌকা মার্কায় ভোট চান।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম সংসদে বিএনপি সাংসদদের ভূমিকার সমালোচনা করে বলেন, ‘আমরা ভেবেছিলাম বিএনপির এমপি’রা সংসদ এলে সংসদ প্রাণবন্ত হবে। কিন্তু না তারা আমাদের চেয়েও বেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কথা বলেন। শুল্কমুক্ত গাড়িসহ অন্যান্য সুবিধার জন্যই তারা এসব করেন।’ খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে ব্যর্থতার জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পদত্যাগ করা উচিতÑএমন মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি কর্মীরা তাদের নেতাদের চিনে ফেলেছে। তারা শুধু হুংকার দিতে পারে আর প্রেস ব্রিফিং করতে পারে। মাঠে নামতে পারে না। সেজন্য বিএনপির কোন কর্মী নেতাদের ডাকে সারা দেয় না। এজন্য নেতাদের পদত্যাগ করা উচিত।’