বগুড়া নান্দনিক নাট্যদলের ঢাকায় নাটক মঞ্চায়ন হবে শুক্রবার

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৫ মার্চ ২০২০ ১৩:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৬ বার।

বাংলাদেশ পথ নাটক পরিষদ আয়োজনে সাতদিন ব্যাপি ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনার পাদদেশে জাতীয় পথ নাটক উৎসব শুরু হয়েছে। ১ মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে ৭ মার্চ। এই নাট্য উৎসবে প্রতিবারের ন্যায় এবারও বগুড়ার ঐত্যিবাহী নাট্যসংগঠন নান্দনিক নাট্যদল শুক্রবার নাটক মঞ্চয়ান করতে যাচ্ছে। ৬ মার্চ বিকাল ৩টায় নান্দনিক নাট্য দলের প্রতিষ্ঠাতা সাধরণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরীর রচনা ও নির্দেশিত নাটক “চিত্তে আমার বঙ্গবন্ধু” মঞ্চায়ন হবে। নান্দনিক নাট্যদল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, বাংলাদেশ পথ নাটক পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার অন্তর্ভুক্ত একটি নাট্য সংগঠন। 
১৯৮৩ সালে ৩১ মার্চ “নাটক শুধু বিনোদন নয়, শ্রেণী সংগ্রামের সূতীক্ষè হাতিয়ার।” এ বলিষ্ঠ শ্নোগানকে সামনে রেখে নান্দনিক নাট্যদল বগুড়া আত্মপ্রকাশ ঘটে। সংগঠনের মোট প্রযোজনা নাটকের সংখ্যা ৪৩টি। মোট মঞ্চায়নের সংখ্যা ১০৮০ বার। “চিত্তে আমার বঙ্গবন্ধু” নাটকে অভিনয় করেন তাপস কুমার নিয়োগী, প্রশান্ত কুমার রায়, জহুরুল হক বাবলু, রবিউল আলম, আবহাওয়া সংগীতে আব্দুর রাজ্জাক, আব্দুল লতিফ, সেলিম সুলতান।
বিগত জাতীয় পথ নাটক উৎসবে বর্ণচোর, আদাব, নবাব সিরাজউদ্দৌলা, একুশ বছরের যৌবন, টকশো তাদের দলের নাটক মঞ্চায়ন করে উপস্থিত দর্শক ও বগুড়ার সুনাম বয়ে আনতে সক্ষম হয়।