মুজিবর্বষ উপলক্ষে ব্যাংক ও স্মারক নোট প্রকাশ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২০ ১৭:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৭০ বার।

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ১০০ টাকা মূল্যমান স্মারক নোট ও স্বর্ণ-রৌপ্য স্মারক মুদ্রা এবং প্রথমবারের মত ২০০ টাকা মূল্যমান প্রচলনযোগ্য স্মারক ব্যাংক নোট মুদ্রণ করেছে।

১৮ মার্চ থেকে এসব স্বর্ণ ও রৌপ্য স্মারক এবং স্মারক নোট ও  স্মারক ব্যাংক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ অন্যান্য শাখায় পাওয়া যাবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে মুদ্রিত ২০০ টাকা মূল্যমান স্মারক ব্যাংক নোট, ১০০ টাকা মূল্যমান স্মারক নোট এবং ১০০ টাকা অভিহিত মূল্যের স্বর্ণ ও রৌপ্য স্মারক মুদ্রার ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য  নিম্নরূপ-

১০০ শতাংশ কটন কাগজে মুদ্রিত ও ইউভি কিউরিং ভার্নিশযুক্ত (UV Curing Varnish) গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ২০০ টাকা মূল্যমান স্মারক ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৪৬ মিমি*৬৩ মিমি। স্মারক ব্যাংক নোটটির সম্মুখভাগের বামপাশে বঙ্গবন্ধুর  প্রতিকৃতি ও ব্যাকগ্রাউন্ডে নোটের মূল্যমান ‘৳২০০’ ও ‘২০০' ডিজাইন হিসেবে মুদ্রিত রয়েছে।