করোনা ঠেকাতে ভারতে গোমূত্র পার্টির আয়োজন

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২০ ১৯:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৬ বার।

মনের মতো সেজেগুজে কোনো পার্টিতে গেলেন, অতিথিদের সঙ্গে কথা বলে এগোলেন খাবারের দিকে। কিন্তু একি! টেবিলে শুধু গোমূত্র আর গোবর দিয়ে তৈরি খাবার সাজানো।

ভাবছেন এমন হয় নাকি আবার! হ্যা সত্যিই এমনই হতে চলেছে। ভারতের হিন্দু মহাসভা এমন এক ‘পার্টি’র আয়োজন করেছে যেখানে ‘টি পার্টি’র অনুকরণে ‘গোমূত্র পার্টি’তে সত্যি সত্যিই থাকবে এমন সব খাবারের মেনু। খবর আনন্দবাজারের

কেন এমন আয়োজন? কারণ, করোনা আতঙ্ক। সারা বিশ্বে যে মারণ ভাইরাসের থাবা আটকাতে প্রতিষেধক তৈরির জন্য রাত-দিন এক করে ফেলছেন বিজ্ঞানী-গবেষকরা, সেখানে হিন্দু মহাসভার দাবি, করোনাভাইরাস রুখতে পারে একমাত্র ‘মহৌষধ’ গোমূত্র এবং গোবর। 

মহাসভার সভাপতি চক্রপাণি মহারাজ জানান, দিল্লিতে যাতে করোনার প্রকোপ ব্যাপক হারে ছড়িয়ে না পড়ে, তার জন্যই এই ‘গোমূত্র পার্টি’র আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, আমরা যেমন চা-চক্রের আয়োজন করি, তেমনই গোমূত্র পার্টির আয়োজন করছি। সেখানে করোনাভাইরাস কী এবং কী ভাবে গরু থেকে প্রাপ্ত জিনিসপত্র খেয়েই এই ভাইরাসমুক্ত থাকা যায়— সে সব নিয়ে সচেতনতার প্রচার করা হবে।

পার্টিতে কী থাকবে? মহাসভার সভাপতি বলেন, এমন কাউন্টার থাকবে, যেখান থেকে পার্টিতে আসা লোকজনকে গোমূত্র খাওয়ার জন্য দেওয়া হবে। পাশাপাশি আমরা গোবরের কেক বা ঘুঁটে, গোবর দিয়ে তৈরি আগরবাতিও রাখব। এগুলো খেলে বা ব্যবহার করলে ভাইরাস (করোনা) সঙ্গে সঙ্গে মারা যাবে।

তিনি জানান, আপাতত দিল্লিতে মহাসভার সদর কার্যালয়ে এই পার্টির আসর বসবে। তারপর সারা দেশের বিভিন্ন প্রান্তে তা ছড়িয়ে দেওয়া হবে। তাদের এই অভিযানে (করোনা দূরীকরণ) যারা একসঙ্গে মিলে কাজ করতে চান, তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।