লাইসেন্স পাওয়ার ১০ মিনিট পর নদীতে ড্রাইভার

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২০ ১৭:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০১ বার।

লাইসেন্স পাওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে গাড়িতে উঠেছিলেন চীনের এক ব্যক্তি। এরপর অভিনন্দন বার্তা আসতে থাকে। সেই বার্তার জবাব দিতে গিয়ে কোনো সংঘর্ষ ছাড়াই ব্রিজের ওপর থেকে নদীতে পড়ে যান!

ডেইলি মেইলের খবরে ওই ব্যক্তির নামের শেষাংশ ঝাং বলা হয়েছে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে তার করুণ পরিণতির দৃশ্য। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে ভিডিওটি পোস্ট করেছে স্থানীয় পুলিশ।

নদীতে পড়ার পর গাড়ির দরজায় লাথি মেরে বেরিয়ে আসতে সক্ষম হন ঝাং। পরে পুলিশকে বলেন, ‘লাইসেন্স পাওয়ার পর মিনিট দশেক গাড়িতে ছিলাম। ওই সময় ফোনে মেসেজ আসতে শুরু করে। হঠাৎ দেখি গাড়ির সামনে কয়েক জন মানুষ। ভড়কে গিয়ে নদীর দিকে ঘুরিয়ে দেই।’