করোনা প্রাদুর্ভাব ‘কমছে’ চীনে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২০ ০৮:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৭ বার।

কয়েক মাসের ‘লড়াই’ পেরিয়ে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) থেকে ‘ধীরে ধীরে মুক্তি’ পাচ্ছে চীন। ভাইরাসটির উৎপত্তিস্থল হুবেই প্রদেশের রাজধানী উহানের মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সদর দপ্তর জানিয়েছে, গত দুই সপ্তায় শহরের এক তৃতীয়াংশ এলাকায় নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি।

শুক্রবার দপ্তরের পক্ষ থেকে বলা হয়, উহানের ২ হাজার ৭৬ জন নাগরিক মহামারি-মুক্ত।

বিশেষজ্ঞদের উদ্ধৃত করে চীনা ডেইলি লিখেছে, কোনো কমিউনিটিতে কমপক্ষে দুই সপ্তাহ নতুন করে কেউ আক্রান্ত না হলে এ ধরনের ভাইরাসের প্রকোপ কমে আসে।

গত ডিসেম্বরে কোনো বন্যপ্রাণী থেকে কভিড-১৯ ভাইরাসটি মানুষের শরীরে ঢুকে পড়ে বলে ধারণা চীনা বিজ্ঞানীদের। এরপর সেটি মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়ে বৈশ্বিক মহামারিতে রূপ নিয়েছে। গোটা পৃথিবীতে এখন পর্যন্ত এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। শুধু চীনে আক্রান্ত হয়েছেন ৮০ হাজারের বেশি! তবে আশার খবর হল, এখন পর্যন্ত সেখানে ৫৫ হাজার ৪০৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়, ৬ হাজার ৭৬৭ জন।

সব মিলিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩ হাজার ৪৯১ জন। এর মধ্যে চীনে মারা গেছেন ৩ হাজার ৭০ জন। এতদিন সবচেয়ে বাজে অবস্থা ছিল হুবেই প্রদেশে। সেখানেই শুধু মারা গেছে ২ হাজার ৯৫৯ জন।

চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে, ১৯৭ জন। এরপর ইরানে, ১২৪ জন। দক্ষিণ কোরিয়ায় মারা গেছেন ৪৪ জন।