বগুড়ায় অটোরিকশা চাপায় এক শিশু শিক্ষার্থী নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২০ ১০:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৮ বার।

বগুড়ার আদমদীঘিতে বিদ্যালয়ে যাবার পথে অটোরিকশার চাপায় পাকি খাতুন (৮) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার তিলছ পিতাহার গ্রামের আলম হোসেনের মেয়ে ও জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনির ছাত্রী। জনতা অটোরিকশাসহ চালক রায়হানকে আটক করেছে। শনিবার বেলা সাড়ে ৯টায় আদমদীঘির কুন্দগ্রাম-মটপুকুর সড়কের পিতাহার ছাত্তারের বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাকি খাতুন জয়দেবপুর বিদ্যালয়ে যাচ্ছিল এসময় কুন্দগ্রাম থেকে আসা আলু বোঝাই অটোরিকশাটি পাকিকে চাপা দিলে সে গুরুত্বর জখম হয়। তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, বাদি না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।