বগুড়া আঃহক কলেজে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ মার্চ ২০২০ ১০:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬১ বার।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বেলা ১১ টায় কলেজের অডিটরিয়ামে বঙ্গবন্ধু ও যারা স্বাধীনতা সংগ্রাম-মুক্তিযুদ্ধে জীবনকে উৎসর্গ করেছেন তাঁদের স্মরণে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের উপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী। এসময় আলোচক হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল হাই, গণিত বিভাগের মাহতাব হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের মোস্তফা কামাল সরকার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাধন কুমার আলোচনা করেন।  
আলোচনা শেষে স্বাধীনতা সংগ্রাম-মুক্তিযুদ্ধে যারা জীবনকে উৎসর্গ করে শহীদ হয়েছেন তাঁদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর ইউনেস্কো স্বীকৃত ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের ড. ত্বাইফ মামুন।