‘মেসি আর নেই সে মেসি’

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২০ ১১:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৬ বার।

মেসি ছিলেন ফুটবলের এক বিস্ময়। কিন্তু এখন তিনি ফুরিয়ে যাচ্ছেন। দলকে মেসি আর উৎসাহ দিতে পারেন না। মেসির  বিস্ময় শেষ হয়ে যাচ্ছে। মেসিরই স্বদেশি একজন বলেছেন এমন কথা। তার মতে, মেসি নির্ভরতা বার্সেলোনাকে ধ্বংস করে দিচ্ছে।

আর্জেন্টিনার অন্যতম সেরা ক্লাব বোকা জুনিয়রসের হয়ে দুটি কোপা লিবার্তোদোস জেতা সাবেক গোলরক্ষক হুগো গাত্তি মনে করেন, মেসি মাঠে এখন যা দৌড়ায় তার চেয়ে বেশি সময় হেঁটে বেড়ায়। তাকে আরও ভালো ফুটবল খেলতে হবে। মেসি বর্তমান ফুটবলের অন্যতম সেরা তারকা। দেশি তারকার এমন সমালোচনা করা ঝুঁকিপূর্ণ জেনেই এমন কথা বলেন গাত্তি।

তিনি বলেন, ‘আর্জেন্টিনায় এসব বলার জন্য আমাকে নিয়ে সমালোচনা হলেও আমি তাতে বিচলতি না। আমি একজন অন্তঃপ্রাণ আর্জেন্টাইন এবং মেসি ফুটবলের একজন বিস্ময়। কিন্তু এখন সে আগের মতো নেই।’ 

তার মতে মেসি ধারে কাটছেন। তাকে শুধু শুধুই আগের থেকে বড় খেলোয়াড় মনে করা হচ্ছে। গাত্তি বলেন, ‘তাকে বার্সেলোনা আগের থেকেও বড় খেলোয়াড় ভাবছে। কিন্তু এটা ভুল ধারণা। মেসি এখন শুধু মাঠে হেঁটে বেড়ায়। তাকে আরও ভালো করার চেষ্টা করবে হবে।’

সাবেক এই আর্জেন্টাইনের মতে, মেসি এবং রোনালদো সময়ের সেরা দুই ফুটবলার। এটা অনেকটা আগের যুগের পেলে-ম্যারাডোনার মতো। মেসিকে তার সতীর্থতা বল দেয়। কারণ সে দলকে জেতাবে। কিন্তু তার ওপর নির্ভরতা বার্সাকে ধ্বংস করছে। মেসিকে দলের জন্য আরও ভালো খেলতে হবে। জেগে ওঠো মেসি। তোমাকে ভালো খেলতেই হবে।’