পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৭ মার্চ ২০২০ ১২:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৮ বার।

পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউবি)’র উদ্যোগে  শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রংপুর রোড গোকুল বগুড়ায় ঐতিহাসিক ৭ মার্চ  যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী বঙ্গবন্ধুর ৭মার্চ এর ঐতিহাসিক ভাষণসহ তার অন্যান্য ভাষণ প্রচার করা হয়। এছাড়াও বেলা সাড়ে ১১টায় একাডেমিক ভবনে  সকল শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আ.ন.ম. রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিইউবি‘র উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম আজাদ-উদ-দৌলা প্রধান। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ মসলেম উদ্দিন, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার ও ডিন প্রফেসর মোঃ রফিকুল ইসলাম,রিচার্স ফেলো মোঃ নজরুল ইসলাম প্রমূখ। এছাড়াও পিইউবি‘র শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম।