রোনালদো কীর্তিতে জয় পেল জুভেন্টাস

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৮ ০৫:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৬ বার।

ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ কীর্তিতে সিরিআ লিগে সহজ জয় পেল জুভেন্টাস। নিচের সারির দল স্পালকে ২-০ গোলে হারায় ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। দলের হয়ে অন্য গোলটি করেন মারিও মান্দজুকিচ।

ঘরের মাঠের এ ম্যাচে অবশ্য বল দখলে প্রতিপক্ষ থেকে পিছিয়ে ছিল জুভেন্টাস। তবে ২৮ মিনিটে রোনালদোর গোলে লিড পায় তুরিনের ওল্ড লেডিরা। মিরালেম পিয়ানিচের ফ্রি-কিক থেকে আসা বলে শট করে গোলটি করেন সাবেক রিয়ার মাদ্রিদ স্ট্রাইকার।

লিগের ১৩ ম্যাচে এটি রোনালদোর নবম গোল। জুভেন্টাস কোনো ফুটবলার এমন কীর্তি দেখিয়েছিলেন ঠিক ৫০ বছর আগে। ১৯৬৮-৬৯ সালে ১৩ ম্যাচে ৯ গোল করেছিলেন পিয়েত্রো আনাসতাসি।

৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন ক্রোয়েশিয়ান তারকা মান্দজুকিচ। রোনালদোর কাছ থেকে বল পেয়ে ব্রাজিল ফুটবলার দগলাস কস্তা শট নিলেও গোলরক্ষক তা ঠেকিয়ে দেন। তবে নিয়ন্ত্রণ রাখতে পারেননি, ফলে ফিরতি শটে ঠিকই গোল আদায় করে নেন মান্দজুকিচ।

লিগে টানা সাতবারের চ্যাম্পিয়ন জুভিরা ১৩ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।