বগুড়ার শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭মার্চ পালন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২০ ১৩:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৫ বার।

বগুড়ার শেরপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে ঐতিহাসিক ৭মার্চ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, ও বিশেষ মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, এড. গোলাম ফারুক, এড. ইলিয়াছ উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, আ.লীগ নেতা মকবুল হোসেন, শাহজামাল সিরাজী, সুলতান মাহমুদ, গোবিন্দ কুমার বাগচী, আলহাজ্ব আব্দুুর রাজ্জাক, আবু আরফান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭মার্চে বঙ্গবন্ধুর দেয়া সেই ভাষণটি বিশ্বের ইতিহাসে সেরা ভাষণ হিসেবে আজ দেশ-বিদেশে সমাদৃত। আর এই ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু দেশের মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার আহ্বান জানিয়েছিলেন। বক্তারা আগামী ১৭ মার্চ  থেকে দলমত নির্বিশেষে মুজিববর্ষ পালন করার আহ্বান জানান। পরে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়