কলকাতায় পুরস্কৃত জয়া আহসান

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২০ ১৩:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৫ বার।

দুই বাংলাতেই সমান জনপ্রিয় জয়া আহসান। বাংলাদেশের চেয়ে ইদানীং কলকাতাতেই বেশি কাজ করতে দেখা যায় জয়াকে। তার ধারাবাহিকতায় জয়া কলকাতায় পুরস্কৃত হয়েছেন আগেও। আবারও একটি পুরস্কার হাতে উঠল তার। জয়া পেলেন কলকাতার ‘তুমি অনন্যা ২০২০’ পুরস্কার।

৬ মার্চ কলকাতার গায়েন মঞ্চে এ পুরস্কার তুলে দেওয়া হয় তাকে। পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়ার মা রেহানা মাসউদও। বিয়োন্ড ড্রিমস আয়োজিত এ পুরস্কার পাওয়ার পর জয়া জানান, ‘এটি অবশ্যই আনন্দের বিষয়। খুবই ভালো লাগছে এমন একটা পুরস্কার পেয়ে।’

‘তুমি অনন্যা’ শীর্ষক এ পুরস্কার ১৫তম বারের মতো দেওয়া হলো। এর আগে বাংলাদেশ থেকে এ পুরস্কার পান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা। এ ছাড়া এ পুরস্কার নিয়ে আয়োজনে আলো ছড়িয়েছেন ভারতীয় তারকা শাবানা আজমি, বিদুষী গিরিজা দেবী, অপর্ণা সেন, ঊষা উত্থুপ, মমতা শঙ্কর, সাবিত্রী চট্টোপাধ্যায়, রচনা ব্যানার্জি, কোয়েল মল্লিক ও ডোনা গাঙ্গুলিসহ অনেক।

খবর দেশ রুপান্তর