সামাজিক সমস্যা সমাধানে হাজীদেরকে এগিয়ে আসতে হবে -এমপি বাবলু

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২০ ১৩:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৪ বার।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) এলাকার সংসদ সদস্য মো: রেজাউল করিম বাবলু বলেছেন, হাজীগণ সমাজের সবচেয়ে গ্রহণযোগ্য ও সম্মানিত ব্যক্তি। বিনা বাক্য ব্যয়ে তাদের কথা মানুষ গ্রহণ করে। তাই সামাজিক অপরাধ নির্মূল, কুসংস্কার-অনাচার মুছে ফেলে জাতীয় উন্নয়ন ত্বরাণি¦ত করতে হাজীদেরকে এগিয়ে আসতে হবে। 
শনিবার শাজাহানপুরের মাদলা তানজিমুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে সুলতানগঞ্জ, মাদলা, খোট্টাপাড়া ইউনিয়ন হাজী সমিতির ২৪ তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। হাজী সমিতির সভাপতি বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মুফতী আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাজী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবউদল খালিক। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন। মাওলানা আব্দুল মান্নান হেলঞ্চী’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, সাংবাদিক মেজবাউল আলম, জাহিদুর রহমান, আলীম উদ্দিন, আব্দুর রাজ্জাক, মোখলেছুর রহমান প্রমুখ।