বগুড়া ডায়াবেটিক সমিতিতে আন্তর্জাতিক নারী দিবসের সেমিনার অনুষ্ঠিত

জাকির আরেফিন
প্রকাশ: ০৮ মার্চ ২০২০ ১২:৪৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬২০ বার।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রবিবার বগুড়া ডায়াবেটিক সমিতিতে “দৃষ্টি নারী অধিকার” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বগুড়া ডায়াবেটিক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাডঃ মকবুল হোসেন মুকুল। আরও উপস্থিত ছিলেন বগুড়া ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি এবিএম জহুরুল হক বুলবুল, বগুড়া স্বাস্থ্যসেবা হাসপাতালের নির্বাহী পরিচালক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোঃ জাকিরুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ আলী আশরাফ, নিউট্রিশন অফিসার ফারহানা সোহেনী ঐশী। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সহকারী পরিচালক মামুন হাসান।

আলোচনায় বক্তারা বলেন, জনমিতি ও স্বাস্থ্য জরিপে (২০১৭-২০১৮) দেখা গেছে, বাংলাদেশে ৩৫ উর্ধ্ব ডায়াবেটিস রোগীর সংখ্যা ৮৪ লক্ষ যার ৬০ শতাংশই নারী। ২০১১ সালে যেখানে ৩৫ বছরের নারীদের মধ্যে ডায়াবেটিস আক্রান্ত ছিল ১১%, বর্তমানে তা বেড়ে ১৪% হয়েছে। বগুড়া ডায়াবেটিক হাসপাতালেও চিকিৎসার জন্যে আগত রোগীদের মধ্যে নারীর সংখ্যাই বেশী।

বক্তারা বলেন, এই বিপুল সংখ্যক নারীদের সুস্বাস্থ্যের দিকে আমাদের আরও বেশী মনোযোগী হতে হবে। ডায়াবেটিস এমন একটি রোগ যার সাথে চক্ষুসহ শরীরের অন্যান্য অঙ্গপ্রতঙ্গ ওতপ্রোতভাবে জড়িত। ডায়াবেটিস থেকে চোখের রেটিনায় রক্তক্ষরণ হয় যাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলা হয়। আমরা বগুড়া ডায়াবেটিক সমিতিতে প্রতিটি ডায়াবেটিস রোগীর বিনামূল্যে চোখের রেটিনোপ্যাথি স্ক্রিনিং করছি। এছাড়া আমাদের হাসপাতালে সুস্থ-মাতা, সুস্থ-শিশু, সমৃদ্ধ-দেশ, সকল গর্ভধারণ হোক পরিকল্পিত-এই লক্ষ্যে গর্ভধারণপূর্ব সেবা প্রকল্পে ৪০% ছাড়ে বিশেষ প্যাকেজে বিশেষ সেবা প্রদানের কার্যক্রম চলছে।

নারী উন্নয়নে সরকারও বদ্ধ পরিকর। সরকারের পৃষ্ঠপোষকতায় নারীরা শিক্ষা, চিকিৎসা এমনকি ক্ষমতায়নেও দ্রুত এগিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে “সুস্বাস্থ্য হচ্ছে নারীদের অধিকার”। কারন পরিবারের কেন্দ্রবিন্দুই হচ্ছে নারী। নারী যদি অসুস্থ্য থাকে তবে পরিবার অচল হয়ে পরে।