বৃষ্টির মধ্যে আকাশ থেকে ধেয়ে আসল জ্বলন্ত গোলা!

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২০ ১৩:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০২ বার।

ভারতের গাজিয়াবাদে প্রবল বৃষ্টির মধ্যে আকাশ থেকে আগুনের গোলা ঝরে পড়ার ঘটনা ঘটেছে। আকস্মিক এমন আগুনের গোলা নিক্ষেপিত হওয়ার ঘটনায় উত্তর প্রদেশের ওই এলাকাটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত বুধবার প্রবল বৃষ্টির মধ্যেই আকাশ থেকে বিরাট একটি আগুনের গোলা ধেয়ে আসতে দেখা যায়। পরে গাজিয়াবাদ রেল স্টেশনের কাছে তা বিকট শব্দে আছড়ে পড়ে।

ঘটনার আকস্মিকতায় ভীতসন্ত্রস্ত্র হয়ে পড়ে এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা ওই গোলাটি পরীক্ষার জন্য নিয়ে যায়।

ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় জ্বলন্ত গোলাটি নেভাতে সক্ষম হয় দমকল কর্মীরা। পাশাপাশি জেলা প্রশাসকের দফতর ভূতত্ত্ববিদদের ঘটনাস্থলে আনিয়েও বস্তুটি পরীক্ষা করায়।

প্রাথমিক নিরীক্ষার পর ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, সোডিয়াম মৌল দিয়ে তৈরি আকাশ থেকে পরা ওই বস্তুতি পানির সংস্পর্শে এসেই জ্বলতে শুরু করে। বস্তুটির নমুনা লক্ষ্মৌয়ের ল্যাবে পাঠানো হয়েছে।

আকাশ থেকে আগুনের গোলা নিক্ষিপ্ত হওয়ার ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি না হলেও পুরো ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।