অজি মেয়েদের চতুর্থ শিরোপা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৮ ০৫:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৯ বার।

যতবারই ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ফাইনাল হয়েছে, ততবরাই জিতেছে অস্ট্রেলিয়া। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেই রেকর্ড ধরে রাখলো অস্ট্রেলিয়া। মেগ ল্যানিংয়ের দল ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে জিতছে চতুর্থ শিরোপা।

অ্যান্টিগায় চার বছর আগের ফাইনাল ফিরিয়ে এনেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের মাটিতে সেবার ১০৫ রান করতে পেরেছিলো ইংল্যান্ড। অজিরা জেতে ১৫.১ ওভারে। আজকের ফাইনালেও প্রায় পুনরাবৃত্তি হলো সেই ম্যাচের। তারা দুই উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ১৫.১ ওভারেই।

টস জিতে ব্যাট করা ইংল্যান্ড ১৯.৪ ওভারে ১০৫ রানে গুটিয়ে গেছে। ব্যাটারদের মাঝে কেবল সর্বোচ্চ ৪৩ রান আসে ওপেনার ওয়াইটের ব্যাট থেকে। এছাড়া ২৫ রান করেন অধিনায়ক নাইট। বাকিরা ডাবল ফিগারে পৌঁছাতে পারেননি। জবাবে ৪৪ রানে দুই উইকেট হারালেও গার্ডনারের অপরাজিত ৩৩ ও অধিনায়ক ল্যানিংয়ের অপরাজিত ২৮ রানে জয় নিশ্চিত করে অজিরা।

ব্যাট হাতে অপরাজিত ৩৩ আর বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন গার্ডনার। পুরো বছর কেলেঙ্কারি আর বিতর্কের সঙ্গী হয়ে থাকা অস্ট্রেলিয়ার ক্রিকেটে নিশ্চিতভাবে স্বস্তি ফেরাবে ল্যানিংদের শিরোপা।