করোনা ছড়াতে বারে ঢুকে পড়লেন আক্রান্ত ব্যক্তি!

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২০ ১৮:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৪ বার।

ইচ্ছাকৃতভাবে মানুষের মধ্যে করোনাভাইরাস ছড়াতে বারে ঢুকে পড়েছেন আক্রান্ত এক ব্যক্তি। বুধবার জাপানের গামাগোরি শহরে এই ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, বাবা-মা আক্রান্ত হওয়ার পর পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি হাসপাতালে যান। এতে তার দেহেও করোনাভাইরাস ধরা পড়ে।

চিকিৎসকেরা তাকে পরামর্শ দেয় ঘরের মধ্যে অবস্থান করতে। কিন্তু তিনি তা অমান্য করে ঘরের বাইরে চলে যান।

পরিবারের সদস্যদের বলে যান, 'আমি ভাইরাস ছড়াতে যাচ্ছি।'

বারে ঢুকে পড়ে তিনি মদ্যপানও করেন। এরপর সেখানে উপস্থিত অন্যান্যদের জানান, তিনি করোনায় আক্রান্ত। এমন পরিস্থিতিতে বারের একজন কর্মী স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে খবর দেন।

ওই ব্যক্তি দ্বিতীয় আরেকটি বারে প্রবেশ করলে সেখানে প্রতিরক্ষামূলক পোশাক পরে পুলিশ উপস্থিত হয়। তাকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়।

এদিকে ওই বার দুইটিকে পরিষ্কার করে জীবাণুমুক্ত করা হয়েছে। সেই সঙ্গে কর্মচারী এবং উপস্থিত অন্যান্যদের দেহে করোনা সংক্রমিত হয়েছে কী না, পরীক্ষা করে দেখা হচ্ছে।