করোনায় ইতালিতে একদিনে ১৩৩ জনের মৃত্যু

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২০ ১৯:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৬ বার।

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে রোববার আরও ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে মৃতের সংখ্যা ৩৬৬ জনে পৌঁছেছে। চীনের বাইরে ইতালিতেই সবচেয়ে বেশি লোকের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। ইতালি থেকেই করোনা ছড়িয়ে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশে।

ইতালিতে রোববার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩৭৫ জনে পৌঁছেছে। এই সংক্রমণ ঠেকাতে দেশটিতে এক কোটি ৬০ লাখ মানুষকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে। খবর এএফপির।

এদিকে ইরানে করোনার থাবায় আরও ৪৯ জনের প্রাণহানি ঘটেছে। সৌদি আরবেও বড় ধরনের ধাক্কা লেগেছে । করোনা আতঙ্কে দেশটির সবচেয়ে বড় রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানি আরামকোর শেয়ারের বড় দরপতন হয়েছে। সংক্রমণ ঠেকাতে সৌদির শিয়া অধ্যুষিত কাতিফ অঞ্চলকে বিলুপ্ত করে ফেলা হয়েছে। তবে করোনার উৎপত্তিস্থল চীনে দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটেছে।

রোববার বাংলাদেশ সময় রাত ৮টা পর্যন্ত চীনসহ বিশ্বের প্রায় ১০০ দেশে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় এক লাখ আট হাজার মানুষ। মারা গেছেন প্রায় তিন হাজার ৮০০ জন। তবে আক্রান্তদের মধ্যে প্রায় ৬১ হাজার জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।