শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশনে বগুড়া আঃ হক কলেজ বিভাগীয় চ্যাম্পিয়ন

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৯ মার্চ ২০২০ ১২:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৪২ বার।

উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজ দল রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার রাজশাহী শিশু একাডেমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভাগের ৮ জেলা ও রাজশাহী মহানগরের একটিসহ মোট ৯টি দলকে পেছনে ফেলে তারা সেরা নির্বাচিত হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার চ্যাম্পিয়ন দলের সদস্যদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। সরকারি আজিজুল হক কলেজের প্রতিযোগিরা হলেন একাদশ শ্রেণির যথাক্রমে- ফাউজিয়া হক সুকন্যা, অতশী চক্রবর্তী, অর্পিতা ব্যানার্জী, সাবরিন সামান্থা, মোনালি দে, ইশরাত আঞ্জুম ইরা,গাজী মোহাম্মদ তৌফিকুর রহমান চৌধুরী, আল হাসিবুল হক, অনির্বাণ রায় সৌরভ, জারিফ তাহমিদ।


বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী জানান, সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বগুড়ায় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে কলেজ পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতা চলতি বছরের ৫ ফেব্রয়ারি শুরু হয়। তাতে বগুড়া পৌরসভার মধ্যে অবস্থিত ৭টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ওই কলেজগুলো পরে গত ১৭ ফেব্রয়ারি উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এরপর প্রতিটি উপজেলা থেকে বিজয়ী একটি করে কলেজসহ মোট ১২টি কলেজ গত ২৪ ফেব্রয়ারি জেলা পর্যায়ে প্রতিযোগিতায় নেয়। জেলা পর্যায়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ দল ৯ মার্চ রাজশাহী বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
 

সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক ভবনের ইনচার্জ সুব্রত কুমার সাহা জানান, রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ১০ সদস্যের ওই দলটি এখন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমাদের শিক্ষার্থীদের আরও বড় স্বীকৃতি ও অর্জনের প্রত্যাশা করছি।