পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার মশাল যাত্রার ক্যারাভানকে স্বাগত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৯ মার্চ ২০২০ ১২:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯১ বার।

‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২০’ শীর্ষক প্রতিযোগিতার মশাল যাত্রা ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের রাসেল স্কয়ার থেকে ১২ ফেব্রুয়ারি শুরু হয়ে ১০ এপ্রিল পর্যন্ত ঢাকাসহ সারা বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় গুলোতে পৌছবে। তারই চলমান অংশ হিসেবে মশাল যাত্রার ক্যারাভান গতকাল সোমবার সকাল ১১টায় পুন্ড্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রংপুর রোড গোকুল বগুড়ায় এসে পৌছায়।
উক্ত মশাল যাত্রার ক্যারাভানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম আজাদ-উদ-দৌলা প্রধান, উপ-উপাচার্য প্রফেসর ড. আ.ন.ম. রেজাউল করিম,ট্রেজারার ও ডিন প্রফেসর মোঃ রফিকুল ইসলাম,পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার,রেজিস্ট্রার ড. মোঃ মসলেম উদ্দিন, ডিন, বিভাগীয় প্রধান এবং সহকারী অধ্যাপক আলী হাসান, সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম সহ শিক্ষার্থীবৃন্দ।