সৌম্যও বুঝতে পারছেন বিয়ে বদলে দিচ্ছে তাকে

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২০ ১৮:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৫ বার।

লিটনের মতো সৌম্যও বিয়ের পর বদলে গেলেন, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়ন্টির পর কথাটা বললে ভুল হবে না। ৩২ বলে ৪ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৬২ রান করে হয়েছেন ম্যাচ সেরা। এই সাফল্যের পেছনে বিয়ে কিনা, সেটা সরাসরি না বললেও সংবাদ সম্মেলনে তার ইঙ্গিত তেমনই, ‘কদিনই হলো মাত্র। বিয়ের পরে একটা ম্যাচ খেললাম। পরিবর্তন হবে বোঝা যাচ্ছে।’

বিয়ে করে বঙ্গবন্ধু বিপিএল খেলতে নেমেছিলেন লিটন। যিনি ইনিংস বড় করতে পারতেন না, সেই তিনি যুগল-জীবনে প্রবেশ করে আমূল বদলে গেছেন। দুটি ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টিতেও ব্যাটে রানের ফোয়ারা। সতীর্থ লিটনের মতো সৌম্যও অনেকদিন পর মাঠে নেমে খেললেন ক্যারিয়ারসেরা ইনিংস। তাও আবার বিয়ের পর প্রথম ম্যাচেই!

বিপিএলে ৪৮ বলে ৭৫ রানের পর লিটন যেমন বলেছিলেন, ‘বিয়ের পর মাথা খুলেছে। আগে বেশি আগ্রাসী ছিলাম। সংসার জীবনে যাওয়ার পর স্থির হয়েছি। বুঝতে শিখেছি। বিয়েটা আমার জন্য সৌভাগ্যেরও হতে পারে।’

২৬ ফেব্রুয়ারি সৌম্যর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন খুলনার মেয়ে প্রিয়ন্তি দেবনাথ পূজা। নতুন জীবনে প্রবেশের গুরুত্বপূর্ণ এই কয়েকটি দিন ছিলেন ক্রিকেটের বাইরে। বিয়ের কারণেই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের সঙ্গে দুটি ওয়ানডেও খেলতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান। শেষ ওয়ানডে দলে থাকলেও একাদশে সুযোগ হয়নি তার। আজ ফিরেই দেখালেন তার ব্যাটিং ঝলক।

খবর বাংলা ট্রিবিউন