পদ্মা সেতুর ৩ হাজার ৯০০ মিটার দৃশ্যমান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২০ ০৭:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৮ বার।

পদ্মা সেতুতে বসানো হয়েছে ২৬তম স্প্যান। মঙ্গলবার সকালে সেতুর জাজিরা প্রান্তের ২৮ ও ২৯ নম্বর খুঁটির ওপর স্প্যানটি বসানো হয়। এতে দৃশ্যমান হয়েছে সেতুর ৩ হাজার ৯০০ মিটার।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের জানান, সোমবার মুন্সিগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ২৬তম স্প্যান ভাসমান ক্রেনে জাজিরার উদ্দেশ্যে আনা হয়। মঙ্গলবার সকালে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি পিলারের অপর বসানো হয়। জুলাইয়ের মধ্যে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।

তিনি আরো জানান, সেতুর রোডওয়ে স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাবসহ অন্যান্য কাজ শিডিউল অনুযায়ী চলছে। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর কাজ শুরু হয়। ৬ দশমিক ১৫০ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে।

সেতুর মূল অংশের নির্মাণ কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড।