বগুড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মার্চ ২০২০ ১১:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৪ বার।

দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি- স্লোগানকে সামনে রেখে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বগুড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।  

র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উজ্জল কুমার ঘোষ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুন:র্বাসন কর্মকর্তা আজাহার আলী, বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক আব্দুল হামিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল সিলাম রিয়াজ।