নওগাঁয় জমিতে ছিটানো বিষে মারা গেল ১৭১টি হাঁস

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২০ ১২:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৮ বার।

নওগাঁর ধামইরহাটে বোরো ধান ক্ষেতে ছিটানো দানাদার বিষে মারা গেল কৃষকের  ১৭১টি খাকী ক্যাম্বেল জাতের পাতিহাঁস।  গেছে। সোমবার দুপুরে উপজেলার পিড়লডাঙ্গা গ্রামের পশ্চিম মাঠে এই ঘটনা ঘটে। ওইদিন বিকেলে হাসের মালিক কৃষক আব্দুল আজিজ বিচারের দাবিতে মৃত হাসগুলো নিয়ে উপজেলা প্রশাসনের নিকট আসেন। প্রশাসন ও এলাকাবাসীর হস্তক্ষেপে মঙ্গলবার সকালে ৪০ হাজার টাকা মূল্যের হাঁস মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মিমাংসা করা হয়েছে। 
জানা গেছে উপজেলার পিড়লডাঙ্গা গ্রামের পশ্চিম মাঠে পাশের হাটনগর গ্রামের কৃষক মো.এমরান আলী তার বোরো জমিতে  সোমবার দুপুরে দানাদার বিষ ছিটিয়ে দেয়। বিষ দেওয়ার সামান্য পরে একই গ্রামের কৃষক আব্দুল আজিজের প্রায় ২শত টি খাকি ক্যাম্বেল জাতের পাতিহাঁস ওই জমিতে যায়। ক্ষেতে যাওয়ার পরপরই হাঁসগুলো মরতে শুরু করে। এক পর্যায়ে ঘটনাস্থলে ১৭১টি হাঁস মারা যায়। বাকীগুলোকে ভ্যাকসিন দিয়ে সুস্থ্য করা হয়। এব্যাপারে কৃষক আব্দুল আজিজ বলেন,তার বাড়ী থেকে মাত্র প্রায় ৪শত মিটার দূরে ওই বোরো ক্ষেত। জমির মালিক কিছু না জানিয়ে দুপুরে ক্ষেতে বিষ প্রয়োগ করে। এতে তার হাঁসগুলো বিষ খেয়ে মারা যায়। গত রোববার বাড়িতে এসে পাইকাড়রা প্রতিটি হাঁসের মূল্য ২৩০ টাকা করে দাম হাঁিকয়েছিল। এতে তিনি প্রায় ৪০ হাজার টাকা ক্ষতির সম্মুখিন হয়েছেন। কৃষক আজিজ হাঁসগুলো ভ্যানযোগে ক্ষতিপূরুন ও বিচারের আশায় উপজেলা সদরে প্রশাসনের নিকট নিয়ে আসে। একপর্যায় এলাকাবাসী ও প্রশাসনের হস্তক্ষেপে মঙ্গলবার সকালে নিজ গ্রামে উভয় পক্ষের মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকে কৃষক এমরান আলী হাঁসের মালিককে ক্ষতিপূরুন বাবদ ২০ হাজার টাকা পরিশোধ করে।