কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির বর্ধিতসভা

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১০ মার্চ ২০২০ ১২:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৪ বার।

বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির বর্ধিতসভা সাতমাথাস্থ জেলা কার্যালয়ে জেলা সভাপতি  সন্তোষ কুমার পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আলী শেখের পরিচালনায় মঙ্গলবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।

কৃষক সমিতি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন বলেন সারা দেশের কৃষকরা নানাভাবে শোষিত ও বঞ্চিত হচ্ছে। বর্তমানে কৃষকরা লোকসানে সর্বশান্ত হয়ে যাচ্ছে। জাতি ও দেশ বাঁচাতে কৃষকদের রক্ষা করতে হবে। কৃষি বিমা চালু ও পল্লী বিদ্যুৎ এর হয়রানি বন্ধ করতে প্রসাশনের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষকনেতা সাজ্জাদ জহির চন্দন, বগুড়া জেলা সহ-সভাপতি মকবুল হোসেন, কৃষকনেতা হুমায়ন কবির, কৃঞ্চ মাহাতো, সাইফুল ইসলাম।

কৃষকনেতা হাসান আলী শেখ  বলেন কৃষি পণ্যর নায্য মূল্য, ক্ষোদ কৃষকের কাছ থেকে সরাসরি কৃষি পণ্য ক্রয়, কৃষকদের নায্য দাবি বাস্তবায়ণ এর জন্য বগুড়া'র সমগ্র কৃষকদের ঐক্যবদ্ধ করে কৃষক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে গ্রামে কৃষক সমিতির কাজ বৃদ্ধি করতে কৃষক সমিতির নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।