শেরপুরে কাদের সুফিয়া অটিস্টিক এন্ড প্রতিবন্ধী স্কুলের অভিভাবক সমাবেশ

শেরপুর (বগুড়) প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২০ ১৩:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৮ বার।

বগুড়ার শেরপুরে কাদের সুফিয়া অটিস্টিক এন্ড প্রতিবন্ধী স্কুলের অভিভাবক সমাবেশ মঙ্গলবার বেলা ১১ টায় স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়। শেরপুর সার্বিক উন্নয়ন সংস্থার সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু’র সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী শেখ। তিনি তার বক্তব্যে বলেন প্রতিবন্ধী শিশুরা আজ আর সমাজের বোঝা নয়। লেখাপড়া শিখে তারা অনেকেই সাবলম্বী হয়েছে। তিনি আরও বলেন অন্যান্য স্কুলের তুলনায় কাদের সুফিয়া অটিস্টিক এন্ড প্রতিবন্ধী স্কুলের শিক্ষার পরিবেশ অনেক সুন্দর। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলহাজ্ব ফজলুর রহমান, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন এর কনসালটেন্ট ডা: ফারজানা ইয়াসমিন, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন এর জেলা কর্মকর্তা মোছাঃ মর্জিনা আক্তার, অভিভাবক সদস্য মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, প্রধান শিক্ষক মাসুদ করিম, সহকারী শিক্ষক সারওয়ার হোসেন, ছাত্রলীগ নেতা জিকরুল হক জিকু প্রমূখ । সমাবেশে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। সমাবেশে স্কুলের একজন প্রাক্তন প্রতিবন্ধী ছাত্রীর বিবাহোত্তর উপঢৌকন দেওয়া হয়। শেষে নবগঠিত বিদ্যালয় পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।