প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির মেধাতালিকা প্রকাশ ১২ মার্চ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২০ ১৩:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৭ বার।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তির বিষয়ভিত্তিক ১ম মেধাতালিকা আগামী ১২ মার্চ প্রকাশ করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছে। 

তিনি জানান, ১২ মার্চ বিকেল ৪টা থেকে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। যেকোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nuatmproll  লিখে ১৬২২২ নম্বরে পাঠালে মেধা তালিকায় প্রার্থীর অবস্থান জানা যাবে। সেদিন রাত ৯ টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও জানান এ কর্মকর্তা।