করোনার দিনগুলোতে কতদিন পর জিনস ধোয়া উচিত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২০ ০৬:৪৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫০ বার।

নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের এই সময়ে যারা গণপরিবহনে যাতায়াত করেন, তাদের তুলনামূলক বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলছেন চিকিৎসকেরা। নিরাপদ থাকতে শুধু হাত ধোয়াটাই যথেষ্ট নয়, পোশাকের বিষয়েও যত্নবান হতে হবে।

যারা জিনস ব্যবহার করেন, তাদের প্রতিদিন ধোয়ার প্রয়োজন নেই। বিশেষ কোনো উপায়ও অবলম্বনের দরকার নেই। সৌদি আরবের প্রাইম হাসপাতালের চিকিৎসক শ্যাম রাজমোহনকে উদ্ধৃত করে এমনই পরামর্শ দিয়েছে গালফ নিউজ।

‘বিশেষ কিছু করতে হবে না। সাধারণ স্বাস্থ্যবিধ মেনে চললেই হবে। প্রতিদিন ওয়াশের প্রয়োজন নেই। দুই থেকে তিনবার পরার পর করলে হবে।’

স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কারের পর লোশন ব্যবহারের পরামর্শ দিয়েছেন রাজমোহন। বলেন, ‘হাত যতবার পারা যায় ধোয়া ভালো। খাবার তৈরি করার আগে হাত পরিষ্কার করতেই হবে। বাইরে থাকা অবস্থায় নাকে, মুখে, চোখে স্পর্শ করা যাবে না। ঘরে ফিরে সব কিছুর আগে হাত ধুতে হবে।’

মোবাইল কিংবা কম্পিউটার ব্যবহার করা নিয়ে যারা চিন্তায় আছেন তাদের জন্য নামকরা এই ডাক্তার বলছেন, ‘মোবাইল একহাতে ব্যবহৃত হয় বলে এখান থেকে সংক্রমণের ঝুঁকি কম থাকে। যখন একাধিক মানুষ ফোনটি ব্যবহার করবেন, তখন সতর্ক হতে হবে। কোনো কাপড়ে উদ্বায়ী পদার্থের পরিষ্কারক লাগিয়ে মালিশ করা যেতে পারে।’