করোনার লক্ষণে চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২০ ০৬:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৭ বার।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের সামনে করনাভাইরাসের জন্য গড়ে তোলা বিশেষ ক্যাম্প ফাঁকা থাকলেও বহির্বিভাগে জ্বর, সর্দি, কাশিসহ করোনার লক্ষণ রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর কালের কণ্ঠ অনলাইন।

আজ বুধবার দুপুর সোয়া ১২টা পর্যন্ত ঘটনাস্থলে দেখা যায় করোনা বিশেষ ক্যাম্পের কার্যক্রম শুরু হয়নি।

চালু হয়নি করোনা ভাইরাসের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ক্যাম্প। তবে বহির্বিভাগে জ্বর, সর্দি, কাশি সহ করোনার লক্ষণ জাতীয় রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভিডিওতে দেখুন করোনা বিশেষ ক্যাম্পের কার্যক্রম শুরু হয়নি-

ঘটনাস্থলে সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত ২৮৫ জন পুরুষ এবং প্রায় আড়াইশো নারী চিকিৎসা নিতে এসেছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কর্তৃপক্ষের কোনো নির্দেশনা না থাকায় তারা চিকিৎসা চালু রেখেছে।