আড়াই ঘণ্টা পর রূপনগর বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২০ ০৬:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৮ বার।

রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আগুনে পুড়ে গেছে প্রায় দুই শতাধিক ঘর। এছাড়া বস্তির পাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে। খবর কালের কণ্ঠ অনলাইন। 

আজ বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এরপর বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করে।

আগুন আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আগুনে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। আগুনে কোনো হতাহতের তথ্য  মেলেনি।

একই বস্তিতে কয়েকমাস আগেও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গত বছরের ১৬ আগস্ট সন্ধ্যায় মিরপুর ৭ নম্বরে রূপনগর থানার পেছনের বস্তিতে আগুন লাগে।