বাংলাদেশে করোনা আক্রান্ত ৩ বাংলাদেশির ২ জন সুস্থ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২০ ০৭:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৯ বার।

বাংলাদেশে করোনা আক্রান্ত ৩ বাংলাদেশির ২ জন সুস্থ বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। করোনা টেস্টে তাদের ফলাফল নেগেটিভ এসেছে। তাদের শীঘ্র হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।

গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা টেস্ট করা হয়েছে এবং ফলাফল নেগেটিভ এসেছে।

বাংলাদেশে মোট পরীক্ষা করা হয়েছে ১৪২ জনের।  সারা দেশে আইসোলেশনে রাখা হয়েছে ৮ জনকে।

আজ বুধবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ইনস্টিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, সিঙ্গাপুরে করোনাভাইরাস নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪ বাংলাদেশি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। একজনকে এখনো আইসোলেশনে রাখা হয়েছে।