বগুড়ায় দুইজন ‘হোম কোয়ারেন্টাইনে’

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মার্চ ২০২০ ০৮:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৬০৫ বার।

বিদেশ ফেরত বগুড়ার দু’জনকে বুধবার হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের একজনের বাড়ি বগুড়া সদরে এবং অপরজন সোনাতলা উপজেলার বাসিন্দা। দু’জনের একজন  ইতালি থেকে গত ৭ মার্চ এবং অপরজন কুয়েত থেকে কাতার হয়ে গত ৮ মার্চ দেশে ফিরেছে।  জেলা স্বাস্থ দপ্তরের কর্মকর্তারা জানান, তাদের দু’জনই সুস্থ রয়েছেন। তবে তাদেরকে দেশে ফিরে আসার ১৪দিন পূর্ণ না হওয়া পর্যন্ত নিজেদের বাড়িতেই অবস্থান করতে বলা হয়েছে।
বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সামির হোসেন মিশু জানান, ইতালি, নেদারল্যান্ড ও কাতার থেকে সম্প্রতি ৬ নাগরিক বগুড়ায় তাদের বাড়িতে ফিরেছেন। তবে তাদের মধ্যে ৪জন ১৪ দিনেরও বেশি আগে এসেছেন। যে কারণে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার প্রয়োজন পড়েনি। বাকি দু’জনের ফিরে আসা এখনও ১৪দিন পূর্ণ হয়নি তাই তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি বলেন, ‘স্বাস্থ্য কর্মীরা বুধবার সকালে ওই দু’জনের বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইনে থাকার সময় করণীয়গুলো তাদের পরিবারের সদস্যদের শিখিয়ে দিয়ে এসেছেন। তারা বর্তমানে সুস্থ রয়েছেন এবং কোন সমস্যাও নেই।’