শ্রীংলাকে বৈঠকের কথা দিয়ে ঢাকার বাইরে ফখরুল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২০ ১০:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৪ বার।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় চেয়ে নিজে উপস্থিত থাকতে না পারার কথা জানানোয় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধণ শ্রীংলার সঙ্গে নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। গত ৪ মার্চ এ বৈঠকটি বাতিল করা হয়।

রোববার (১১ মার্চ) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

ওই কর্মকর্তা বলেন, বৈঠকের দিন মির্জা ফখরুল জানান ‘তিনি ঢাকার বাইরে বলে আসতে পারছেন না।’ জরুরি মনে করলে তাঁর উচিত ছিল অন্য কাজ না রেখে বৈঠকে আসা, অনেকটা ক্ষোভের সাথেই এই মন্তব্য করেন তিনি।

ভারত সফররত ২০ জন সাংবাদিকের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধণ শ্রীংলা। দিল্লির হায়দ্রাবাদ হাউজের সেই ভোজে অংশ নেন ভারতের শীর্ষ কূটনীতিকরাও। 

সেখানে অনানুষ্ঠানিক আলাপে শ্রীংলা জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে করোনা ভাইরাস সংকটের কারণে নরেন্দ্র মোদি উপস্থিত হতে না পারলেও ভিডিও বার্তার মাধ্যমে তিনি সংযুক্ত হবেন।