নওগাঁয় করোনা ভাইরাস সর্তকতায় বিনামূল্যে মাস্ক ও লিফিলেট বিতরণ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২০ ১২:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৮ বার।

নওগাঁয় করোনা ভাইরাস সর্তকতায় সচেতনামূলক কর্মকান্ডে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন শুরু করেছে। বুধবার নোভেল করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার লক্ষ্যে রানীনগর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সাধারন মানুষদের মাঝে বিনামূল্যে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়েছে। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারন সম্পাদক হাসানুজ্জামান হাসানসহ উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ওইদিন নওগাঁর নিয়ামতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে নোভেলা করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে উদ্বুদ্ধকরণ সভা ও আইসোলেশন ইউনিটের বিল্ডিং পরিদর্শন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন,নাদিরা বেগম,ওসি (তদন্ত) হুমায়ন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তোফাজ্জল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নূরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, ডাঃ এনামুল হক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন। এদিকে এর আগে গত কয়েক দিনে জেলার ধামইরহাট উপজেলার ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সহযোগিতায় ও স্কুল ওয়াশ ক্যাবিনেটের আয়োজনে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে প্রায  ১৪  হাজার স্বাস্থ্য সম্মত সাবান বিতরণ করা হয়েছে।