মহাকাশচারীদের প্রস্রাবকে খাবার পানি করবে নাসা

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২০ ১২:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮২ বার।

কক্ষপথে পানি বহন করা মহাকাশচারীদের জন্য কঠিন একটি কাজ। কাজটিকে সহজ করতে অদ্ভুত একটি প্রযুক্তি আপগ্রেড করছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। তারা জানিয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনের পরিস্রাবণ সিস্টেমের মাধ্যমে প্রস্রাবকে পানিতে পরিণত করা হবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট বলছে, মহাকাশ গবেষণায় এই প্রযুক্তির সংযোজন গুরুত্বপূর্ণ ব্যাপার।

নাসা জানিয়েছে, প্রস্রাবের পাতন সমাবেশকে নতুনভাবে ডিজাইন করে মহাকাশচারীদের শরীরে একটি হার্ডওয়্যার পাত্র ইনস্টল করা হবে। ইউরিন ফোটানোর গুরুত্বপূর্ণ ধাপ এই পাতন নিয়ন্ত্রণ করবে।

আপগ্রেডের ক্ষেত্রে অভ্যন্তরীণ নতুন ডিজাইনকে গুরুত্ব দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দাঁতযুক্ত বেল্ট ড্রাইভ সিস্টেম, ভারবহন সিল, টেলিফোন স্পেসার এবং তরল স্তরের সেন্সর।

মহাকাশে পানির সমস্যা বহুদিনের। ওজনে ভারী হওয়ায় এটি বহন করা জটিলতর কাজ। প্রস্রাব সংরক্ষণে একটি হার্ডওয়্যার টুকরা এমনভাবে ব্যবহার করা হবে, যাতে মহাকাশচারীরা স্বাচ্ছন্দ্যবোধ করেন।