বগুড়ায় র‍্যাবের অভিযানে ৫৫ জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মার্চ ২০২০ ১৫:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯২৬ বার।

বগুড়ায় ৫৫ জুয়াড়িকে বিপুল টাকাসহ আটক করেছে র‍্যাব। বুধবার রাত ৮টায় শহরের ভবের বাজার আন্তঃজেলা ট্রাক টার্মিনাল থেকে আটক ওই জুয়াড়িদের প্রত্যেককে ১৫দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বগুড়া সদরের সহকারি কমিশনার (ভূমি) বীর আমির হামজা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার রওশন আলী জানান, ট্রাক টার্মিনালের শ্রমিকদের বিশ্রামাগারে দীর্ঘদিন ধরেই জুয়া চলছিল। গোয়েন্দা তথ্যে এমন খবর পাওয়ার পর বুধবার রাত ৮টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৫৫জন জুয়াড়িকে আটক করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলার নানা সামগ্রীসহ নগদ ২ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বগুড়া সদরের সহকারি কমিশনার (ভূমি) বীর আমির হামজা সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন।