বিপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৮ ১৪:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৬ বার।
দেশের ফ্যাঞ্চাইজিভিত্তিক টি২০ লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি ঘোষণা করা হয়েছে। বিপিএলের ষষ্ঠ আসর আগামী বছরের ৫ জানুয়ারি শুরু হবে আগেই ঘোষণা দেওয়া ছিল। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস। সূচি অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ফাইনাল।

বিপিএলে এবারও প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ সূচিতে উল্লেখ করা হয়েছে প্রথম ম্যাচ শুরু হবে বেলা সাড়ে বারোটায়। আর দ্বিতীয় ম্যাচ হবে বিকেল পাঁচটায়। তবে শুক্রবার প্রথম ম্যাচ হবে বেলা দুইটায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায়।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে বিপিএলের ম্যাচগুলো। ঢাকা পর্ব শেষে ১৫ জানুয়ারি সিলেটে যাবে বিপিএল। আট ম্যাচ পরে ২১ জানুয়ারি আবার ফিরবে ঢাকায়। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম পর্ব শুরু হবে। সেখানে ৬ দিনে হবে ১০টি খেলানো হবে। ১ ফেব্রুয়ারি আবার ঢাকায় ফিরবে বিপিএল।

ঢাকায় চারটি লিগ ম্যাচের পর শুরু হবে প্লে-অফ ও ফাইনাল। আগামী ৪ ফেব্রুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। এরপর ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটরে বিজয়ী ও প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল। প্লে-অফ ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

বিপিএল ঢাকা পর্ব।
বিপিএল সিলেট পর্ব।
বিপিএল ঢাকা দ্বিতীয় পর্ব।
বিপিএল চট্টগ্রাম পর্ব।
বিপিএল শেষ পর্ব ঢাকা।