৭০ ভাগ জার্মান করোনায় আক্রান্ত হবে: মের্কেল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২০ ০৫:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৩ বার।

চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল জানিয়েছেন, জার্মানির জনসংখ্যার ৬০ থেকে ৭০ ভাগ করোনাভাইরাসে আক্রান্ত হবে। তবে এই আশঙ্কার কারণে দেশটি সীমান্ত বন্ধের পক্ষে নয় বলে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান।

ডয়েচে ভেলে জানায়, বুধবার করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে জার্মানি সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ।

গবেষকদের উদ্ধৃত করে তিনি জানান, জার্মানির জনসংখ্যার ৭০ ভাগ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। এখন পর্যন্ত কোন প্রতিষেধক আবিষ্কার না হওয়ায়, ছড়ানোর গতি কীভাবে কমানো যায় সেদিকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানান তিনি৷

বার্লিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘এই ভাইরাস ঠেকানোর কোনো ব্যবস্থা বা কার্যকর উপায় এখনো নেই৷ জনসংখ্যার ৬০ থেকে ৭০ ভাগ তাই (করোনাভাইরাসে) আক্রান্ত হবেন।”

এরই মধ্যে জার্মানিতে ১২৯৬ জনের দেহে এই রোগের সংক্রমণ ধরা পড়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের। যার মধ্যে  তৃতীয়জন মারা গেছেন বুধবার। তিনজনেরই মৃত্যু হয়েছে পশ্চিমাঞ্চলের জেলা হাইন্সব্যার্গে৷

মের্কেল এই পরিস্থিতিতে সবাইকে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘‘আমাদের ঐক্য, বোধ-বুদ্ধি এবং আর ভালোবাসার পরীক্ষা দিতে হবে এবং আশা করি সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হবো।”

এ সময় তিনি স্বাস্থ্য কর্মী এবং স্থানীয় প্রশাসনগুলোকে ভাইরাস প্রতিরোধে উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান৷ ইতালির নাগরিকদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন৷

জার্মানিতে করোনাভাইরাস শনাক্তের পর সুপারশপ ও খাবারের দোকানগুলোতে লম্বা লাইন ধরে লোকজন নিত্যপণ্য কেনা শুরু করে। টিনজাত খাবার এবং টয়লেট পেপারের তাক খালি দেখা যায়। এ অবস্থায় দেশটিতে দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা প্রায় বন্ধ হয়ে গেছে। যদিও দেশটিতে ১৫ লাখের বেশি মানুষ খাদ্য সহায়তার ওপর নির্ভরশীল।

এ অবস্থায় প্রাদুর্ভাব মোকাবিলা এবং অর্থনৈতিক অভিঘাত সামলাতে মের্কেল ইউরোপের দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন।