বগুড়ার শেরপুরে পরিস্কার-পরিছন্নতা অভিযানের উদ্বোধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২০ ১২:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬২ বার।

মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে বগুড়ার শেরপুরে পরিস্কার-পরিছন্নতা অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার ‘পরিছন্ন গ্রাম পরিছন্ন শহর’ কর্মসূচি উদ্বোধনের পর পৌর এলাকায় ঝাড়ু দিয়ে সড়ক ও আশপাশের এলাকা পরিস্কার করে স্থানীয়ভাবে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল, পৌর আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন, পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম সিপ্লব, সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম, আঞ্জুমান আরা লিলি এবং প্রকৌশলী হুমায়ুন কবির।