বগুড়ায় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২০ ১২:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৭ বার।

বগুড়ার আদমদীঘিতে রফিকুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও তার নিকট থেকে নগদ ৩ লাখ টাকা, ফেনসিডিল ও নেশার এ্যাম্পল উদ্ধার করেছে বগুড়া জেলা ডিবি পুলিশ। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম নাটোর সদরের চক বৌদ্ধনাথপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। গত বৃহস্পতিবার রাতে আদমদীঘির সান্তাহার ডালপট্রি একটি বাসার ৪র্থ তলার ছাদের উপড় থেকে এসব মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বগুড়া ডিবির উপ-পরিদর্শক ফিরোজ সরকার বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ একটি দল গোপন সংবাদের ভিক্তিতে গত বৃহস্পতিবার রাতে আদমদীঘির সান্তাহার ডালপট্রি জনৈক গোলাম রাব্বানী দুলালের বাসার ৪র্থ তলার ছাদের উপড় টিনসেড ঘরে অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামকে গ্রেফতার ও তার হেফাজতে রাখা নগদ ৩ লাখ টাকা, ৬০ বোতল ফেনসিডিল ও ৫০০ পিস  নেশার এ্যাম্পল (ইনজেকশন) উদ্ধার করা হয়।