সমবেত কন্ঠে গীতা পাঠের মধ্য দিয়ে বগুড়ায় অনুষ্ঠিত হলো ‘গীতা যজ্ঞ’ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ মার্চ ২০২০ ১২:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৫ বার।

প্রায় তিনশত মানুষের সমবেত কন্ঠে সনাতন ধর্মালম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ গীতার ১৮টি অধ্যায়ের মোট ৭’শত শ্লোক পাঠের মধ্য দিয়ে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে গীতা যজ্ঞ অনুষ্ঠান। শুক্রবার শহরের লতিফপুর এলাকার মুকুন্দ গোসাই আশ্রমে গীতা সংঘের আয়োজনে ভগবার শ্রী কৃষ্ণের চরণে নিজেদের ভক্তি নিবেদনের মাধ্যমে বিশ্বের সকলের শান্তি ও মঙ্গল কামনা সাথে সাথেই বর্তমানে সকলের কাছে আতঙ্ক কোভিড করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ঈশ^রের করুণা কামনা করে এই যজ্ঞ অনুুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক এবং গীতা সংঘের প্রতিষ্ঠাতা স্বপন কুমার রায়ের নেতৃত্বে প্রতি বছরের ন্যায় উত্তরবঙ্গে প্রথম বগুড়ায় সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানে পর্যায়ক্রমে গীতার সকল অধ্যায় পাঠের মাধ্যমে ভগবানের চরণে পুস্পার্ঘ্য নিবেদন করা হয়। গীতা সংঘ বগুড়ার সভাপতি রঞ্জিত কুমার কবিরাজ এবং সাধারণ সম্পাদক অতুল কুমার সাহার ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার। এছাড়াও যজ্ঞানুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী, বাংলাদেশ ব্যাংক বগুড়ার যুগ্ম পরিচালক নীল মাধব সাহা, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব, কোষাধ্যক্ষ আনন্দ মোহন পাল, বিশিষ্ট চক্ষু চিকিৎসক বিপুল চন্দ্র রায়, দৈনিক চাঁদনী বাজারের মফস্বল সম্পাদক বিধান সিংহ, পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সহ-সভাপতি যথাক্রমে সঞ্জিব প্রসাদ জয়সোয়াল ও দিপক রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, মিথন রায় , রাজীব প্রসাদ, নিরব রায়, মুকুন্দ গোসাই আশ্রমের সভাপতি মনিন্দ্রনাথ মণি প্রমুখ। যজ্ঞানুষ্ঠান শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।