করোনার ভয়ে শ্রীলঙ্কায় টেস্ট খেলছে না ইংল্যান্ড

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২০ ১২:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭০ বার।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অনুরোধে সফরটি স্থগিত করা হয়েছে। দুই ম্যাচ সিরিজের প্রথমটি ১৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল।

ক্রিকইনফো জানিয়েছে, পরের কোনো তারিখে সফরটি হতে পারে।

প্রথম ম্যাচের আগে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলার সময়ই এই ঘোষণা দেয় ইংল্যান্ড-শ্রীলঙ্কা। এরপর কয়েক মিনিট খেলা হয়। ক্রিকেটাররা মাঠ ছাড়েন স্থানীয় সময় বিকেল ৩.৪০ মিনিটে।

যুক্তরাজ্যের তুলনায় নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) প্রকোপ শ্রীলঙ্কায় কম। এখন পর্যন্ত দেশটিতে ৩ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবু সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিরিজ স্থগিত করল দুই দেশ।

সিরিজটি এখন না হওয়ায় শ্রীলঙ্কা বেশি আর্থিক ক্ষতির মুখে পড়বে। ব্রডকাস্টার প্রতিষ্ঠানকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে দেশটিকে।

ইংল্যান্ডের পরবর্তী সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, জুনে। এটিও হবে না বলে ইঙ্গিত দিয়েছে ইসিবি।