করোনা আতঙ্কে আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত সৌদি আরবে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২০ ০৭:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৪ বার।

করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে সব আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত করেছে সৌদি আরব। রবিবার থেকে এই নির্দেশ কার্যকর হবে বলে জানিয়েছে আরব নিউজ।

শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, রবিবার বেলা ১১টা থেকে দুই সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক বিমান স্থগিত করা হয়েছে।

তবে ‘ব্যতিক্রমী ক্ষেত্রে’ কিছু বিমানকে এই সময় অনুমতি দেওয়া হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি আরবে আসা সব ব্যক্তিকে ভাইরাস প্রতিরোধে করণীয় পদক্ষেপ হিসেবে পরীক্ষা ও বিচ্ছিন্ন রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে পুরো ইউরোপীয় ইউনিয়ন এবং এশিয়া ও আফ্রিকার ১২টি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছিল সৌদি আরব।

বর্তমানে দেশটিতে ৮৬ জনের মাঝে কভিড-১৯ সংক্রমণের খবর পাওয়া গেছে। এর মধ্যে শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সর্বশেষ খবরে জানিয়েছে, শুক্রবার পর্যন্ত পৃথিবীজুড়ে ভাইরাসটিতে মারা গেছেন ৪ হাজার ৯৫৫ জন।

হুর বাইরে বিভিন্ন দেশের সূত্র উল্লেখ করে জন হপকিন্স ইউনিভার্সিটির ডেটায় বলা হয়েছে, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫ হাজার ৪০০ জন।

বর্তমানে করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি ইতালিতে। শুক্রবার পর্যন্ত দেশটিতে মারা গেছে এক হাজারের বেশি।