বগুড়ায় মসজিদের হিসাব নিয়ে বিরোধ: নারীসহ আহত ৫

আদমদিঘী(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২০ ১১:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭১৪ বার।

আদমদীঘির গাদোঘাট মধ্যপাড়া জামে মসজিদের হিসাব কমিটি গঠন নিয়ে দুই পক্ষের বিরোধে দুই দফায় মারপিট বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে মিজানুর রহমান, জাকির হোসেন কাজলও রুবেলকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি কিছুটা শান্ত করলেও উত্তেজনা চলছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের গাদোঘাট মধ্যপাড়া জামে মসজিদের বিপুল সম্পত্তি রয়েছে। এই মসজিদে দীর্ঘদিন যাবত ওয়ার্কফ স্টেটের আওতায় মোতোয়াল্লি হিসাবে আব্দুল গফুর রয়েছেন। মসজিদের সম্পত্তিসহ যাবতীয় হিসাব নিকাশ চাইলে দু‘টি পক্ষের সৃষ্টি হয়। গত ১২ মার্চ দুপুরে পুনরায় হিসাব নিকাশ ও কমিটি গঠনকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে মিজানুর রহমানকে ছুরিকাঘাতে আহত করা হয়। এ নিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছিল। এই ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ করলেও থানা কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেয়নি। এদিকে পূর্বের ঘটনার রেশ ধরে শনিবার ১৪ মার্চ সকাল ৬টায় জাকির হোসেন কাজল ও তার ভাই রুবেল ইরি ক্ষেতে সার প্রয়োগ করতে গেলে অপরপক্ষ নাছির ও তার লোকজন দুই ভাইকে বেদম মারপিটে আহত করে। পরে স্থানীয়রা আহত দুই ভাইকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। অপরদিকে দুই ভাইকে মারপিটের ঘটনায় উত্তেজিত জনতা নাছিরের বাড়িতে হামলা চালায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ধারালো অস্ত্র উদ্ধার করে পরিস্থিতি কিছুটা শান্ত করলেও গ্রামে উত্তেজনা বিরাজ করছে। মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছেন বলে দুই পক্ষই জানান। থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।