নওগাঁয় চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক লুট

নওগাঁ (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ১৪ মার্চ ২০২০ ১১:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৭ বার।

নওগাঁর ধামইরহাটে বাবু হোসেন(৩০) নামে এক চালককে ছুরিকাঘাত করে তার ব্যাটারী চালিত ইজিবাইক লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার ঘুনধরা নামক স্থানে ওই ঘটনা ঘটে। আহত বাবু ধামইরহাট পৌরসভার  আমাইতাড়া এলাকার মৃত ইব্রাহিম হোসেনের ছেলে।

গুরুতর আহতাবস্থায় চালক বাবু হোসেনকে রাতেই স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। সেখানে তার অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত বাবুর অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, বাবু হোসেন ওই দিন বিকেলে ৩-৪ জন অপরিচিতি লোকজন তার ইজিবাই ভাড়া নিয়ে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর শহরে যায়। সন্ধ্যার পর আগের ওই অপরিচিত যাত্রীরাই আবার নজিপুর থেকে ধামইরহাটের আমাইতাড়া বাজারে আসার জন্য বাবুর গাড়ীতে উঠে। গাড়ীটি ফতেপুর বাজার পার হয়ে ঘুনধরা নির্জন এলাকায় আসামাত্র তারা বাবুর মুখে কাপড় ঢুকিতে গাড়ী থেকে তাকে নেমে মাঠের মধ্যে নিয়ে যায়। এসময় বাবুর গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তাকে ফেলে তার ইজিবাইক নিয়ে পালিয়ে যায় দুর্বত্তরা।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ শামীম হাসান সরদার জানান, এই ঘটনায় থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি। তবে উপজেলার ইসবপুর ইউনিয়নের চকপ্রসাদ নামক স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।