শাজাহানপুরে করোনা সংক্রান্ত নূরুন আইসিটি স্কুলে সচেতনতা সমাবেশ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২০ ১২:৪৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৮ বার।

সাম্প্রতিক কালে বিশ্বব্যাপি মহামারী আকার ধারণ করা ‘করোনা ভাইরাস’ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে শনিবার বগুড়ার শাজাহানপুরে বেজোড়া দক্ষিণপাড়ায় ‘নূরুন আইসিটি স্কুল’র উদ্যোগে সচেতনতা মূলক সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

স্কুলের প্রতিষ্ঠাতা ও শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজীম উদ্দিন।

মুঞ্জুরল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে করোনা ভাইরাস সম্পর্কে প্রধান আলোচক ছিলেন ফোর.আর আধুনিক হাসপাতালের পরিচালক ডা: রেজাউল করিম (ডক্টর অব মেডিসিন-রাশিয়া)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের কেন্দ্র্রিয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাদলা উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা: এনামুল হক জোয়ারদার, পল্লী চিকিৎসক ডা: এস.এম ইউনুস আলী সাকিদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নূরুন আইসিটি স্কুলের সভাপতি আব্দুল মান্নান, সদস্য রমজান আলী রঞ্জু ও প্রধান শিক্ষক আনজু মান আরা।

অনুষ্ঠানের শুরুতে সমাবেশে উপস্থিত মানুষের মাঝে বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে সরবরাহকৃত ‘করোনা ভাইরাস’ সংক্রান্ত জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন ওসি আজীম উদ্দিন।