করোনা ভাইরাস নিয়ে কবিতা লিখলেন অমিতাভ বচ্চন

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২০ ১৯:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮৪ বার।

সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। আর এই করোনা আতঙ্কে ঘুমাতে পারছেন না বলিউড তারকা অমিতাভ বচ্চনও। এমনটাই তিনি জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তাই নয়, করোনা নিয়ে কবিতাও লিখেছেন অমিতাভ বচ্চন।

ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে করোনা নিয়ে সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন অমিতাভ বচ্চন। সেই ভিডিওতেই অমিতাভ বচ্চন আবৃত্তি করেছেন করোনা নিয়ে লেখা তার কবিতাটি। ওই ভিডিওর ক্যাপশনে অমিতাভ লিখেছেন, ‘করোনা ভাইরাস নিয়ে চায়ের কাপে ঝড় উঠছে। এই ভাইরাস ইতিমধ্যে অনেক ক্ষতি করে ফেলেছে। মানুষজন ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। প্রিয়জনকে নিয়ে দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে। আজ সকালে আমার মনে হলো, কিছু একটা করা দরকার। তাই লিখে ফেললাম এই কবিতা।’

ইনস্টাগ্রামে মাত্র ২৪ ঘণ্টায় এই ভিডিও দেখা হয়েছে ১৪ লাখ ৭৮ হাজারবার। আর মন্তব্য জড়ো হয়েছে ১২ হাজারের বেশি। ভক্তরা অমিতাভ বচ্চনের অভিনব পন্থায় মানুষকে সচেতন করার এই উদ্যোগের প্রশংসা করেছেন।