আইপিএল হবে, আমি আশাবাদী: শাহরুখ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২০ ০৭:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৬ বার।

করোনাভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে স্থগিত ঘোষণা করা হয়েছে ভারতের জনপ্রিয় প্রিমিয়ার লিগ আইপিএল।

আগামী ২৯ মার্চ মাঠে গড়ানোর কথা ছিল আইপিএল।

কিন্তু ভারতে ৮৬ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্তের খবরের পর সতর্কতা অবলম্বন করেছে দেশটির কেন্দ্রীয় সরকারের ক্রীড়া মন্ত্রণালয়। আইপিএলকে আপাতত স্থগিত ঘোষণা করেছেন তারা।

করোনা পরিস্থিতির উন্নতি ঘটলে আগামী ১৫ এপ্রিলের পর টুর্নামেন্টটি মাঠে গড়াবে বলে ধারণা দিয়েছেন তারা।

এমন খবরে ভারতের ক্রিকেটপ্রেমীদের মন মরে গেলেও হতাশ হচ্ছেন না বলিউড বাদশাহ শাহরুখ খান। দেরিতে হলেও সুষ্ঠুভাবেই আইপিএল আয়োজিত হবে বলে আশা প্রকাশ করছেন তিনি।

কলকাতা নাইট রাইডার্সের ভক্তদের তিনি একটু ধৈর্য্য ধারণ করতে বলেছেন।

বিশ্ব করোনা পরিস্থিতিতে গতকাল আইপিএল পরিচালনা পর্ষদের বৈঠক ডাকা হয়েছিল।

সেই বৈঠক শেষেই এমন আশা প্রকাশ করেন শাহরুখ খান।

পরিচালনা পর্ষদের সভা শেষে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন শাহরুখ।

সেখানে তিনি লিখেছেন, ‘করোনা পরিস্থিতিতে আমরা সবাই কী ভাবছি না ভাবছি সে বিষয়ে আমাদের মতামত জানিয়েছি বৈঠকে। এখানে সবাই এ বিষয়ে একমত যে, এমন কঠিন শংকটে দর্শক, খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা আমাদের মূল লক্ষ্য। আগে স্বাস্থ্য সুরক্ষা, পরে খেলা। তাই এখন আমাদের সরকার ও স্বাস্থ্য সংস্থাগুলোর নির্দেশিত পরামর্শ মেনে চলাই বুদ্ধিমানের কাজ। ’

এরপর শাহরুখ লেখেন, ‘আশা করব ভাইরাসের এই প্রকোপ খুব দ্রুতই কমে যাবে এবং একটু দেরিতে হলেও আইপিএল আয়োজিত হবে। বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিক এই ব্যাপারে একমত যে, স্বাস্থ্যকে সবার আগে প্রাধাণ্য দিয়ে কীভাবে সামনে এগোনো যায় তার পরিকল্পনা করতে হবে। এ ব্যাপারে সরকারকে সব ধরনের সহায়তা করতে আগ্রহী আইপিএল পরিচালনা পর্ষদ। ’

সবশেষে অনেকটা মজা করে শাহরুখ লেখেন, ‘পরিস্থিতির দিকে নজর রাখছি। বৈঠকে সব ফ্র্যাঞ্চাইজির মালিকের সঙ্গে দেখা করে অনেক ভালো লাগল। এদিন বারবার স্যানিটাইজার ব্যবহার করলাম আমরা।’

তথ্যসূত্র: জি নিউজ