কুড়িগ্রামের ডিসির অপসারণের দাবিতে মানববন্ধন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২০ ০৮:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬১ বার।

কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন রৌমারীর সাংবাদিকরা। রোববার সকাল ১১টার দিকে রৌমারী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা প্রশাসন গেটের সামনে রৌমারী-ঢাকা মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার সকল সাংবাদিক অংশ নেন। খবর সমকাল অনলাইন 

ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা, সাধারণ সম্পাদক জিতেন চন্দ্র দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান তারা, সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, সাংবাদিক রেজাউদ্দৌলা রাসেল, রফিকুল ইসলাম সাজু, সাখাওয়াত হোসেন, একে হাসানুজ্জামান প্রমুখ।

বক্তারা সাংবাদিক আরিফুল ইসলামের নিঃশর্ত মুক্তি ও কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীনের অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।

শুক্রবার মধ্যরাতে ৩ জন ম্যাজিস্ট্রেটসহ টাক্সফোর্সের সদস্যরা জেলা সদরের কৃষ্ণপুর চরুয়াপাড়া এলাকার বাড়িতে গিয়ে রিগ্যানকে জোরপূর্বক জেলা প্রশাসকের কার্যালয়ে ধরে নিয়ে যায়। এরপর তাকে মাদক মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।